শাহীন সুলতানা, কুলিয়ারচর প্রতিনিধি কিশোরগঞ্জ:
জন্মগত অন্ধ মাতৃহারা রাজিব মিয়া একজন মুহাদ্দিস হতে চায়। তার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের
আলীনগর গ্রামে। বাবার নাম মোঃ সিদ্দিক মিয়া। বর্তমানে সে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাহমুদাবাদ গ্রামের মুঘলকাদি ইসলামিয়া ও এতিমখানা মাদ্রাসার অন্ধ নুরানি বিভাগের ছাত্র। প্রতিমাসে তার মাদ্রাসার খরচ ৮শত টাকা।
হতদরিদ্র পিতার পক্ষে বর্তমানে মাদ্রাসার খরচ চালানো সম্ভব হচ্ছেনা। টাকার অভাবে তার লেখা-পড়া বন্ধ হওয়ার পথে। রাজিব মিয়া তার স্বপ্ন পূরনের জন্য দেশ ও দেশের বাহিরে অবস্হানরত সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে।
“মানুষ মানুষের জন্য” আপনার আমার একটু সহানুভূতি কি পেতে পারেনা মাতৃহারা অন্ধ বালক রাজিব মিয়া ? দরিদ্র বালকটিকে সামান্য সহায়তা করলে হয়তো তার লেখাপড়া
চালিয়ে যাওয়া সম্ভব হতো এবং ভবিষ্যতে সে একজন আলেম হিসেবে প্রতিষ্ঠিত হতে পারতো।
যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসুন তাহলে তার বাবা মোঃ সিদ্দিক মিয়ার বিকাশ একাউন্ট নাম্বার 01764200784 (পার্সোনাল) তে যোগাযোগ ও টাকা পাঠাতে পারেন।