অদম্য অসীম সাহসী পুলিশ কনষ্ঠেবল পারভেজ হোসেন বিপিএম সড়ক দূর্ঘটনার আহত।
দৈনিক আজকের মেঘনা ডট কম স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,
২৭ মে ১৯ ইং সোমবার বিকাল পৌনে ৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জ জেলার গজারিয়ার জামালদি বাসষ্ট্যান্ডে বেপরোয়া গতির একটি কাভারভ্যান অদম্য অসীম সাহসী পুলিশ কনষ্টেবল পারভেজ হোসেন বিপিএম কে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার ডান পায়ের গোড়ালি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। "ট্রমালিংক" এর স্বেচ্ছাসেবক টিম তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করেন।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত সেবার জন্য ঢাকা পাঠানো হয়। উল্লেখ্য ২০১৭ সালের ৭ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাসষ্ট্যান্ডে গন্ধযুক্ত ডোবায় নেমে দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস থেকে ৩৫ জন যাত্রীকে উদ্ধার করেন। পরবর্তিতে বিপিএম পদক লাভ করেন তিনি।