মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন (রেজি. নং ৭০৭)’র বালাগঞ্জ গহরপুর শাখার (উপ পরিষদ) আহবায়ক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন (রেজি. নং ৭০৭)’র বালাগঞ্জ গহরপুর শাখার (উপ পরিষদ) আহবায়ক মো. আব্দুল জলিল।
সভায় বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন (রেজি. নং ৭০৭)’র বালাগঞ্জ গহরপুর শাখার (উপ পরিষদ) আহবায়ক কমিটির সদস্য মো. আব্দুল্লাহ, মিণ্টু মিয়া, সহযোগি সদস্য ও সাবেক সভাপতি আব্দুল কালাম, সাবেক যুগ্ম আহবায়ক ফুলু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আকবর আলী, সাবেক সদস্য চেরাগ আলী, শ্রমিক নেতা মাছুম মিয়া, ফেরদৌস মিয়া, ফয়ছল মিয়া, আমির আলী প্রমুখ।
সভায় আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত সংগঠনের নির্বাচন এবং ভোটার তালিকা চূড়ান্তকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।