৩য় বারের মতো অনুষ্টিত হতে যাচ্ছে মরহুম আবুল ফরিস সৃতি ফুটবল টুর্নামেন্ট।

কুড়িগ্রাম রংপুর বিভাগ

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের ব্যাপারিপাড়া গ্রামে জন্ম নেওয়া মানুষটির নাম আবুল ফরিস। তিনি ছিলেন চিলমারী উপজেলার ফুটবলের কিংবন্তী। তিনি যে ভাবে ফুটবল খেলতেন তিনি ঠিক সেই ভাবে সতীর্থদের খেলতে উৎসাহ দিতে। তিনি হয় তো জাতীয় দলে খেলতে পারেনি কিন্তু তিনি জাতীয় দল ও ভালো মানের ক্লাবে খেলার মতো খেলোয়াড় তৈরি করেছেন। এখন তারা অনেক জায়গায় খেলতেন। উজ্জল করেছেন চিলমারী ও আবুল ফরিস স্যারকে ।তাই তো এই গুনি মানুষ টাকে চিলমারী মানুষ যেন সারাজিবন মনে রাখেন সেই জন্য ৩ য় বারে মতো মেধাবী কল্যান সংস্থার উদ্দেগে ফুটবল খেলার আয়োজন করা হয়। মেধাবী কল্যাণ সংস্থার প্রতিষ্টাতা নুরুল আলম বলেন, আমরা মাদককে দুরে রেখে খেলাধুলায় ব্যস্ত থাকি এই প্রতিপাদ্যে আলোকে মরহুম আবুল ফরিস সৃতি টুর্নামেন্টেরর আয়োজন করেছে। প্রত্যেকটি খেলা অনুষ্টিত হবে বিকাল ৩:৩০ মিনিটে, চিলমারী উচ্চ বিদ্যালয় মাঠে ।যেহেতু তিনি একজন চিলমারীর সেরা খেলোয়াড় তাই আমরা চাই তিনি যেন আমাদের মাঝে স্বরণীয় হয়ে থাকে তাই এই খেলার আয়োজন করা হয়। তিনি ছিলেন চিলমারী উপজেলার ক্রিয়া সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক ও চিলমারী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক। শেষ প্রর্যন্ত তিনি খেলার মাঠে ফুটবল খেলতে হঠাৎ বুক দিয়ে বল আটক করলে তিনি অসুস্থ হয়ে পড়েন, তাৎক্ষনিক ওনাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত ঘোশনা করেন।ওনার মৃত্যুতে নেমে পড়ে চিলমারী উপজেলায় শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *