রাজাপুরে চিতাবাঘ আকৃতির ৪ টি ছানা উদ্ধার, জঙ্গলে অবমুক্ত।

বরিশাল বিভাগ ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুরে চিতা বাঘের আকৃতির ৪টি ছানা উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা। গতকাল দুপুরে উপজেলার নৈকাঠি বাসস্টান্ড এলাকায় বস্তায় করে নিয়ে যাওয়ার সময় মামুন নামে এক ব্যক্তির কাছ হতে এ বাচ্চা গুলো উদ্ধার করা হয়। উদ্ধারে সহযোগীতাকারী স্থানীয় আনোয়ার হোসেন মিলন জানান, চিতা বাঘের বাচ্চার মত দেখতে এ বাচ্চাগুলো বিক্রির জন্য বস্তায় ভরে দূরে কোথাও বাচ্চা গুলো বাস যোগে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ওই ব্যক্তি। বিষয়টি উপজেলা বন বিভাগকে অবহিত করলে তারা এসে ছানাগুলো উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করেন। উপজেলা বন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে শের-ই বাংলার জন্মভুমি সাতুরিয়া মিয়া বাড়ীর গহীন জংগলে ছানাগুলো অবমুক্ত করা হয়। বাচ্চুগুলো দেখে বন বিড়ালের বাচ্চা হবে বলে মনে হচ্ছে। তিনি বলেন, সাতুরিয়া মিয়া বাড়ীর গহীন জংগল থেকে ছানাগুলো ধরা হয়েছিলো, পুনরায় যেখান থেকে এনেছিল সেখানেই অবমুক্ত করা হয়েছে। ওই ব্যক্তির কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে, যাতে যেন মা বন বিড়ালটিকে খুব সহজেই বাচ্চাগুলো খুঁজে পায়। বন্যপ্রাণী সংরক্ষণে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *