মেঘনায় হত্যা মামলা আসামীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদী পরিবার।

চট্টগ্রাম বিভাগ কুমিল্লা

কুমিল্লার মেঘনায় ডাঃ মহিউদ্দিন হত্যা মামলায় জামিন পাওয়া আসামিরা ও তাদের পক্ষের লোকজন মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের লোকজনকে গুম খুনের হুমকি দিচ্ছে। এ বিষয়ে গত শনিবার সন্ধ্যায় মেঘনা থানায় ১০ জনের নামে সাধারণ ডায়েরি করেন মহিউদ্দিন হত্যা মামলার বাদী মাফিয়া। ডায়েরি নং ৩২৩ তাং ৯/১/২০২১ইং। গতকাল রোববার সকালে সাধারণ ডায়েরির কথা নিশ্চিত করে ওসি আবদুল মজিদ জানান, বিষয়টি তদন্তের জন্য এসআই নাজির হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে। ডায়েরিতে উল্লেখ করা হয়, হত্যা মামলার জামিন পাওয়া ৮ আসামি ও তাদের পক্ষের লোকজন বাদী ও তার পরিবারের সদস্যদের রাস্তাঘাটে পেলে কখনো বা বাড়ির সামনে এসে মামলা তুলে নিতে হুমকি দিয়ে যাচ্ছে। গত ৪ জানুয়ারি বিকেল ৪টায় বাদী ও পরিবারের অন্যরা গ্রামের কবরস্থানে যাওয়ার পথে হত্যা মামলার তিন আসামি শামসুল হক, ধন মিয়া, রিয়াজুল, আম্বর আলী ও তাদের পক্ষের দেলোয়ার মাস্টার, জিলানি, হত্যা মামলা তুলে না নিলে বাদী ও তার পরিবারের লোকজনকে খুন-জখম করা হবে বলে হুমকি দেয়। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। সাধারণ ডায়েরিতে যাদের বিবাদী করা হয়েছে তারা হলেন- শামসুল হক ধন মিয়া, রিয়াজুল মিয়া, আম্বর আলী, জোসনা বেগম, সাইফুল মিয়া, আ. মালেক, আলী হাসান, রাজিয়া বেগম, দেলোয়ার মাস্টার ও জিলানি মিয়া। মামলার পর আসামিদের হুমকির বিষয়টি এর আগে প্রকাশিত বিভিন্ন সংবাদেও উল্লেখ রয়েছে। উল্লেখ্য, গত ১২ নভেম্বর জমি সংক্রান্ত সালিশে মুজিবসেনা ঐক্যলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে পিটিয়ে হত্যা করা হয় ডাঃ গোলাম মহিউদ্দিনকে। ওই মামলায় গত ১৭ ডিসেম্বর আট আসামিকে জামিন দেন ম্যাজিস্ট্রট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *