মেঘনায় ঈদ উপহার ঘর পেলেন ২২ গৃহহীন পরিবার।

চট্টগ্রাম বিভাগ কুমিল্লা মেঘনা

শহীদুজ্জামান রনি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে গৃহহীনরা ঈদের আগেই প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে ঘর পেলেন।


আজ ২৬ এপ্রিল সারাদেশে ৩২৯০৪ জন গৃহহীন ও ভূমিহীন পরিবার এর সাথে মেঘনায়ও ২২জন পেয়েছেন মুজিববর্ষের উপহারস্বরূপ নতুন ঘর ও জমি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় মেঘনায়ও এই গৃহহীনদের ঘর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। উপজেলা নির্বাহি অফিসার রাবেয়া আক্তার। সহকারী কমিশনার ভূমি লিটন চন্দ্র দে। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিলন সরকার। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছমি উদ্দিন।
মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম ফারুক এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- সমাজসেবা অফিসার সমীর কুমার সাহা। দারিদ্র বিমোচন অফিসার মতিউর রহমান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়। আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রহিম। উপজেলা নির্বাচন অফিসার জাহিদ হাসান। রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান মুজিব। গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন। চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির। ভাওরখোলা ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম। বড়কান্দা ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন। দলীয় নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *