মেঘনায় আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপে পালিত হলো লকডাউন।

চট্টগ্রাম বিভাগ কুমিল্লা

দ্বিতীয় ধাপে (কোভিড ১৯) করোনাভাইরাস এর প্রাদুর্ভাবে সারাদেশে শুরু হয়েছে মৃত্যুর মিছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বাংলাদেশ সরকার, তারই ধারাবাহিকতায় কঠিনভাবে লকডাউন এর ঘোষণা করে সরকার, সরকারের এই প্রদক্ষেপ ও ঘোষণা বাস্তবায়ন করার লক্ষ্যে, সারাদেশের ন্যায় মেঘনা উপজেলা প্রশাসন ও মেঘনা থানা পুলিশ মাঠে কাজ করে যাচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ছিলেন উপজেলা নির্বাহি অফিসার প্রবীর কুমার রায় ও মেঘনা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ, উপজেলা প্রশাসন ও মেঘনা থানা পুলিশের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, মেঘনা থানায় বিভিন্ন পয়েন্টে বিভিন্ন গাড়িতে জরিমানা সহ বাজারের আল বাহার শপিং কমপ্লেক্স এর দুইটি দোকান, সুমাইয়া জুয়েলার্সকে ১০ হাজার টাকা ও নিউ সেভেন স্টার কসমেটিকস কে ৫ হাজার টাকা সহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহি অফিসার প্রবীর কুমার রায়।
মেঘনায় আনসার ভিডিপি, গ্রামপুলিশ ও মেঘনা থানা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে ।
ঘরে থাকুন, সুস্থ থাকুন, অতীব জরুরী না হলে বাহিরে বাহির না হওয়ার জন্য মাইকিং এর মাধ্যমে নির্দেশনা দিয়ে যাচ্ছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *