বগুড়া সান্তাহারে ও প্রবীণ গ্রাম্য ডাক্তার মামুনের ইন্তেকাল।

রাজশাহী বিভাগ বগুড়া
বগুড়ার আদমদীঘির সান্তাহার ক্লিনিকের প্রতিষ্ঠাতা সুনামধন্য ডাক্তার মামুনুর রশিদ মামুন (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ……রাজিউন)। শুক্রবার বিকেল ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যু বরণ করেন। তিনি নওগাঁর পার বোয়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বর্তমানে উপজেলার সান্তাহার হাটখোলা নতুন বাজার এলাকার বাসিন্দা। মৃত্যু কালে স্ত্রী তিন সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।পল্লী চিকিৎসক তানভীর আহমেদ সম্র‍াট সাংবাদিকদের বলেন, গত ২১সেপ্টেম্বর ডা. মামুনুর রশিদ হার্টের চিকিৎসার জন্য ঢাকাতে যান। আজ শুক্রবার বেলা ১২ টায় তার হার্ট ব্লকে রিং পরানোর পর জ্ঞান না আসায় লাইফ সাপোর্টে নেওয়ার হয়। বিকেল ৪ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সান্তাহারে ওষুধ ব্যবসায়ী মোহাম্মদ আলী বাবালা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সান্তাহার মডেল প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *