ফুলবাড়ীতে আশ্রয়ন প্রকল্পের গৃহ প্রাপ্তদের মাঝে বৃক্ষের চারা বিতরণ ও রোপন।

Uncategories বাংলাদেশ
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;

দিনাজপুরের ফুলবাড়ী শিদ্দিসি আশ্রয়ন প্রকল্প-২ এর গৃহ প্রাপ্তদের মাঝে ফলদ-বনজ বৃক্ষের চারা বিতরণ এবং রোপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন আয়োজিত বৃক্ষ রোপন কর্মসুচি উপলক্ষে সিদ্দিশি আশ্রয়ন প্রকল্পে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধক্ষ শাহ আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন,ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু,মাদিলা হাট কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান প্রমুখ। পরে সেখানে ফলদ ও বনজ বৃক্ষ রোপন ও বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদ্বয়।

মোঃ আল হেলাল চৌধুরী
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল নং ০১৮২০৫২৯১৭৪, ০১৫৭৫০৫৫৪৯৯
তারিখঃ ৩০.০৯.২০২১ ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *