দেবিদ্বারে বিদেশি অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

কুমিল্লা

কুমিল্লার দেবিদ্বারে বিদেশি অস্ত্রসহ জাহাঙ্গীর আলম (৪২) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব ১০)। আজ বুধবার ভোরে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল পশ্চিম পাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটক জাহাঙ্গীর ওই এলাকার সাবেক ইউপি সদস্য মো. জয়নাল আবেদীন জনু মেম্বারের ছেলে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১০ দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল পশ্চিম পাড়ায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসী জাহাঙ্গীর আলমকে একটি বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার করা হয়।

দেবিদ্বার থানায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১০ যাত্রাবাড়ী ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির ডিএডি মো. আলাউদ্দিন বাদী হয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করেন।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, সন্ত্রাসী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতাসহ বিভিন্ন থানায় আরও তিনটি মামলা রয়েছে। বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *