তিতাস উপজেলায় কোরআন অবমানোনা কারির বিরুদ্ধে স্মারকলিপি প্রধান।

চট্টগ্রাম বিভাগ কুমিল্লা
১০ মে সোমবার সকাল ১১টায় তিতাস
 উপজেলার জিয়ার কান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের কতিথ ভন্ড পীর সোহরাব হোসেন আতিকীর বিচারের দাবিতে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মাৎ রাশেদা আক্তার এর বরাবর স্বারকলিপি দিয়েছেন ইত্তেফাকুল মুসলিমিন জিয়ারকান্দি ইউনিয়ন এবং তিতাস-দাউকান্দির আলেম ওলামা ও তৌহিদী জনতা।
স্বারকলিপিতে উল্লেখ করেন সোহরাব হোসেন আতিকী আমাদের ইসলাম ধর্মের বিকৃতিকারী,নিজেকে রাসুল দাবী করে,কলেমার মাঝে রাসূলুল্লাহ(সঃ) জায়গাতে নিজের নাম সংযোজন করে ফেৎনা সৃষ্টি করে এবং নারী-পুরুষ এক সাথে মিলে ইবাদত বন্দেগীর নামে অশ্লিল অসামাজিক কার্য কলাপে নিয়োজিত ব্যক্তি এবং ধর্মের নামে ফেৎনা সৃষ্টির জন্য গ্রামের ও আশ পাশের এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে একাধীকবার বিচার শালিস করেছে, প্রতি বারই তিনি ক্ষমা প্রার্থ করে আর এসব করবেন না বলে, পূণরায় আবার তিনি তার কর্মকান্ড চালিয়ে আসছেন। এমন অবস্থায় এলাকার যুব সমাজকে তাহার ভূল শিক্ষাদান থেকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এসময় স্বারকলিপি প্রদান করে মানব বন্ধনে উপস্থিত ছিলেন মো. নুরুল ইসলাম নদভী, মাওলানা নাছির উদ্দিন, মুফতি আব্দুল আল মারু, মাওলানা মহসিন, মাওলানা হুসাইন আহমেদ ও মাওলানা হেলাল উদ্দিন। এদিকে পীর সোহরাব হোসেন আতিকীর নিকট এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন যারা আমার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা এবং তারা কোরানকে অবমানোনা করেছে। তিনি আরও বলেন আমি কোরানের আলোকে কথা বলি চাইলে আমি প্রমান দেখাতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *