ঝালকাঠির স্বর্ণকিশোরী সারার ওপর হামলাকারী জুবায়ের আদনান কারাগারে ।

বরিশাল বিভাগ ঝালকাঠি
ঝালকাঠির স্বর্ন কিশোরী সারা’র ওপর হামলা ও ইভটিজিং এর মামলায়  রোভার স্কাউট কলেজ শাখার নেতা যুবায়ের আদনানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আজ সকাল সাড়ে এগারটার দিকে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিচারক এ.এস.এম তারেক শামস জামিন আবেদন না মঞ্জুর করে যুবায়েরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। জুবায়েরের পক্ষে আদালতে শুনানী করেন এ্যাড. এম আলম খান কামাল ও মানিক আচার্য।  প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় গত ২ অক্টোবর স্বর্ণ কিশোরী সারার বাসায় ঢুকে তার ওপর হামলা করে  জুবায়ের। এ ঘটনায় ওই দিনই  নারী ও শিশু নির্যাতন আইনে ঝালকাঠি থানায় মামলা দায়ের করে নসরিন আক্তার সারা। গত ৯ অক্টোবর  আসামী জুবায়েরকে গ্রেফতার দাবিতে ঝালকাঠি থানার সামনে অনশন শুরু করে সারা। ৭২ ঘন্টার মধ্যে  আসামী গ্রেফতারের  প্রতিশ্রুতি পেয়ে অনশন স্থগিত করে সারা। একইদিন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ মামলাটি ডিবিতে বদলী করেন। ডিবির একাধিক টিম জুবায়েরকে গ্রেফতারের জন্য বরিশাল,  ঝালকাঠি ও রাজাপুরে অভিযান চালায়। ডিবি পুলিশের অভিযানে বারবার অবস্থান বদল করে দিশেহারা  জুবায়ের আদালতে আত্মসমপর্ন করতে বাধ্য হয়। জুবায়ের বরগুনার নিশানবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেনের ছেলে।  জাকির হোসেন বর্তমানে  ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নে একটি মসজিদে  ঈমামতি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *