গোপালগঞ্জে করোনায় আক্রান্ত আরো একজনের মৃত্যু।

ঢাকা বিভাগ গোপালগঞ্জ

গোপালগঞ্জের করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ হোসেন খোকা
মোল্লা (৭৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায়
কাশিয়ানী উপজেলার কাশিয়ানী পোনা গ্রামের নিজের বাড়িতে
আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় খোকা মোল্লার মৃত্যু হয়।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট ৫ জনের মৃত্যু
হয়েছে।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ
মোঃ কাইয়ূম তালুকদার জানান, গত ৭ জুন মোহাম্মদ হোসেন
খোকা মোল্লার শরীরে কোভিড শনাক্ত হয়। তিনি নিজ বাড়িতে
চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।
এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় করোনার উপসর্গ নিয়ে গোপালগঞ্জ ২৫০
শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
হয়েছে বিধান বাইন (৫০) নামের এক ব্যবসায়ীর। বিধান জেলা
শহরের মিয়াপাড়া এলাকার মৃত ব্রজেন্দ্র নাথ বাইন ওরফে কটা
বাইনের ছেলে।সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান,
জ্বর, সর্দি ও কাশি নিয়ে বিধান গোপালগঞ্জ জেনারেল
হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার
মৃত্যু হয়। বিধানের মরদেহ থেকে নমূনা সংগ্রহ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *