কোটালীপাড়ায় নিখিল হত্যার প্রতিবাদে মানব বন্ধন।।

ঢাকা বিভাগ গোপালগঞ্জ

“আমরাই নিখিল” স্লোগানকে অন্তরে ধারণ করে গোপালগঞ্জের
কোটালীপাড়ায় রামশীল ইউনিয়নে পুলিশের বিরুদ্ধে মানবন্ধন
করেছে এলাকার সাধারন জনগন।
১২জুন সকাল ১০ ঘটিকায় রামশীল বাজারে দুই ঘন্টা ব্যাপী এ
মানব বন্ধনে নারী পুরুষ ছাত্র-ছাত্রী সহ এলাকার সাধারন জনগন
অংশগ্রহন করেন। এ সময় শত শত নারী পুরুষের ঢল মেনে আসে।
করোনার মৃত্যুর ভয়কে ভুলিয়ে দিয়েছে নিখিলের মৃত্যু। নিখিলের
স্বজন ও গ্রামবাসীরা ফুসেঁ উঠেছে বিক্ষোভ আর প্রতিবাদে।
মানব বন্ধনে বক্তারা নিখিল তালুকদারের হত্যার ঘটনায়
কোটালীপাড়া থানার এএসআই শামিম হাসানের সর্বোচ্চ
শাস্তি ফাঁসির দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি
সদস্য অরুন মল্লিক, রামশীল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং
কমিটির সভাপতি সবুজ বরণ তালুকদার (এ্যাপোল), রামশীল মহিলা
আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য
সুনিতি তালুকদার, নিহত নিখিল তালুকদারে মেয়ে নিশিতা
তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, হত্যা কান্ডের পর ৭ জুন ২০২০ তারিখে নিহতের ছোট ভাই
মন্টু তালুকদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি হত্যা
মামলা দায়ের করেন, যার মামলা নং- (১), এই মামলায় ঐ দিন রাতেই
এএসআই শামিম হাসান ও পুলিশের সোর্স রেজাউল করিমকে
গ্রেফতার করে থানা পুলিশ। পরের দিন ৮ই জুন তাদেরকে কোর্ট
হাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *