চুয়াডাঙ্গা প্রতিনিধি : কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর প্রতিবাদে দর্শনায় মিছিল ও বিক্ষোভ করেছে যুবলীগের নেতা-কর্মীরা।গতকাল রোববার বিকাল ৪ টায় দর্শনা পৌর আ.লীগের কার্যালয় থেকে যুবলীগ মিছিলটি বের করে। এরপর শহরের প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় আ.লীগের কার্যালয়ে এসে মিলিত হয়। এরপর সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ.হান্নান ছোট’র সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মানচিত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের প্রতিটি জনগণের হৃদয়ের অবস্থান করছে। ভাস্কর্যের বিরোধিতা করে জনগণের হৃদয় থেকে বঙ্গবন্ধুকে দূরে রাখা যাবে না। এসময় প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ দামুড়হুদা উপজেলা শাখার সাধারন সম্পাদক হযরত আলী, সহ-সম্পাদক আ.মান্নান খান, দর্শনা পৌর যুবলীগের সহ-সভাপতি রাসেল রেজা দিপু, সহ-সভাপতি মামুন শাহ, সহ-সভাপতি আমিরুল ইসলাম,৬ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি সোলাইমান কবির,দর্শনা সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক ও দর্শনা পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এএসএম নাহিদ কবির (মনু), যুবলীগ নেতা হিরণ, বাংলা, শাহিন আহম্মেদ, দামুড়হুদা উপজেলা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, প্রভাত আলম, মিল্লাত হোসেন, লোমান, রায়হান প্রমুখ।
Related
এ জাতীয় আরো খবর..