রিপোর্টার কামরুজ্জামান কানু।
জামালপুর জেলার মেলান্দহ খাদ্য গুদামের অভ্যন্তরীণে-২০২১/২০২২অর্থ বৎসরে চাল/ধান সংগ্রহ উদ্বোধন করাহয় , ২ ডিসেম্বর দুপুর ১২ টায়। উক্ত সংগ্রহ অভিযানের সভাপতিত্ব করেন মোহাম্মদ শফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার মেলান্দহ , প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ইন্জিনিয়ার কামরুজ্জামান চেয়ারম্যান উপজেলা পরিষদ মেলান্দহ , মোঃজিন্নাহ সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ মেলান্দহ উপজেলা শাখা , আব্দুল্লাহ আল ফয়সাল উপজেলা কৃষি অফিসার , মোঃ শহীদুল্লাহ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক , সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মেলান্দহ খাদ্য গুদাম , মিলারদের মাঝে উপস্তিত ছিলেন তালহা অটোরাইস মিলের মালিক আলহাজ্ব গোলাম মোস্তফা ও নূর নবী প্রমুখ । এবারে চাল ক্রয় মাত্রা ২৪৩ মেঃ টণ ও ধান ৯১৭ মেঃ টণ ।